জীবিকা প্রাধান্য দিতে গিয়ে জীবন বিপন্ন’র ফর্মুলা নয়

11

ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, কোভিড-১৯ মহামারী ২য় পর্যায়ে ভয়াবহ রূপ ধারণ করায় পূনরায় লকডাউনের দিকে ধাবিত হয় বিশ্বের বিভিন্ন দেশ। যে ধারাবাহিকতায় বাংলাদেশও একই পথে হাটতে থাকে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, এক্ষেত্রে সুনির্দিষ্ট ও পরিকল্পিত নির্দেশনার অনুপস্থিতি বিভ্রান্তির দোলাচলে ঘুরপাক খাচ্ছে মানুষ। ইতোপূর্বে ১ম দফার লকডাউনের পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে সরকার প্রায় ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকারও অধিক প্রনোদনা প্যাকেজ বাস্তবায়ন করেছে অথচ এবারকার লকডাউনে অনুরূপ কোন ঘোষনা দেয়া হয়নি। যা ইতোমধ্যেই জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ কথা কোনভাবেই বিস্মৃত হবার নয় যে, ১ম দফা লকডাউনের যাঁতাকলে নিষ্পেষিত হয়ে কর্মহীন হয়ে পড়া অসংখ্য মানুষের মেরুদন্ড এখনো সোজা হয়নি। এতদসত্তে¡ও জনগণ ২য় দফা লকডাউন এর অবাঞ্ছিত শিকারে পরিণত হলে ত্রাহি অবস্থায় মোকাবিলা করতে হবে স্বাভাবিকভাবেই। বিশেষতঃ দিনমজুর-শ্রমজীবি ও গরীব-দুস্থ মানুষ নিতান্তই শোচনীয় অবস্থায় পতিত হবে। জীবন-জীবিকা পরস্পর অবিচ্ছেদ্য। জীবন রক্ষা করতে গিয়ে কোনভাবেই কারও জীবন বিপন্ন করার ফর্মূলা জাতীয় জীবনে শুভ ফল বয়ে আনবে না। এছাড়াও লকডাউনে মসজিদে গিয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে। যেটি নিয়ে ধর্মানুরাগী মানুষের মনে নানাবিধ প্রশ্নের উদ্রেক করছে। কেননা সরকার একদিকে গার্মেন্টস, শিল্প-কল কারখানা খোলা রেখেছে, অপরদিকে ধর্মকর্ম পালনে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে। স্বাস্থ্যবিধি মেনে যদি কল-কারখানায় কাজ করা যায়, তাহলে মসজিদেও তো অনুরূপ করা যায়। এ জাতীয় কিছু বিষয়ে বিব্রত হচ্ছে মানুষ। তাই এতদসংক্রান্ত বিষয়াদি পূনর্বিবেচনা করে একটি কার্যকর নির্দেশনা দেয়া খুবই জরুরী। এছাড়াও দুস্থ মানুষের সেবায় ৩৩৩ যে কল সেবা সেন্টার চালু করা হয়েছে তা অব্যাহত রাখার উপরও গুরুত্বারোপ করা হয় এবং এটির যাবতীয় কার্যক্রম যাতে নিরুপদ্রব ও নিস্কন্টক থাকে তজ্জন্য সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানানো হয়। তিনি গত ২৭ এপ্রিল সকাল ১১টায় অনুষ্ঠিত ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর’র ভার্চ্যুয়াল ওয়েবিনার সভাপতির বক্তব্য রাখছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে ও নগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরীর সঞ্চালনায় ভার্চ্যুয়াল ওয়েবিনারে বক্তব্য রাখেন সহ-সভাপতি উপাধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, হাফেজ মাওলানা আবু তাহের, এম মাইনুদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, অধ্যক্ষ ডাক্তার মুহাম্মদ শাহজাহান প্রমুখ।