জীবন দিবো তবুও মিলাদ কিয়াম বন্ধ হতে দিবো না

46

নাজিরহাট প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার নানুপুর ঢালকাটা গ্রামে মিলাদ-কিয়ামসহ বিভিন্ন দাবি ও অন্যয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গ্রামের মুসল্লিরা। ২০ মে জুমার নামাযের পর ওই এলাকার মরহুম মেহের আলী জামে মসজিদে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে মুসল্লিদের পক্ষে বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী। তিনি বলেন, আমাদের গ্রামের ৩’শ পরিবারের ধর্মপ্রাণ মুসল্লিরা মরহুম মেহের আলী জামে মসজিদে জুমাসহ ওয়াক্তিয়া নামাজ আদায় করেন। মোট পরিবারের শতকরা ৯৫ভাগই হচ্ছে নবী-রাসুল প্রেমিক সুন্নি মতাদর্শের।
সম্প্রতি গ্রামের কুচক্রী মহল সুন্নিদের কন্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে মহিবুল্লাহ নামের একজনকে মসজিদের মতোয়াল্লী করতে আবেদন করাসহ মুসল্লীদের অজান্তে গোপনে কমিটি গঠন করে। এই নিয়ে কুচক্রী মহলের বিরুদ্ধে গ্রামবাসীরা সোচ্চার হলে শুরু হয় মামলা-হামলা। বিভিন্ন ভাবে মসজিদের মিলাদ-কিয়াম বন্ধের পাঁয়তারাসহ শুরু হয় নানান দ‚রভিসন্ধি। আমরা সুন্নী নবী প্রেমিকরা জীবণ দিবো তবু মিলাদ কিয়াম বন্ধ করতে দিবো না। তাঁরা (কুচক্রী মহল) প্রশাসনকে এক হাতে নিয়েছে। আমাদের করা এফআইআর ট্রিট হওয়া মামলার আসামিকে পুলিশ গ্রেফতার না করে আসামির সাথে নামায আদায় করছেন। যদিও এ ব্যাপারে থানার ওসি কাজি মাসুদ জানিয়েছেন মসজিদটির সমস্যা দীর্ঘদিনের। ওয়ারেন্ট ছাড়া কাউকে তো গ্রেফতার করা যাবেনা। না বুঝে অহেতুক মিথ্যা অভিযোগ করছে। সংবাদ সম্মেলনে মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ জসীম, মুহাম্মদ শওকত আলী, মুহাম্মদ মফিজ আলী ও মুহাম্মদ শাহা আলম, মুহাম্মদ আব্দুর রহীম, মুহাম্মদ আবু তাহের কন্ট্রাকটরসহ গ্রামের মুসল্লিরা উপস্থিত ছিলেন।