জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

3

 

মমতা পরিচালিত কৈশোর কর্মসূচির উদ্যোগে ১৯ জানুয়ারি নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপনীতে বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, পরিচালক তৌহিদ আহমেদ। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, সংশ্লিষ্ট কর্মসুচির ফোকাল পারসনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। প্রশিক্ষনে নগরীর ১৭টি কিশোর-কিশোরী ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষনে জীবনে নানাবিধ সমস্যা ও কিশোর-কিশোরীদের উপর প্রভাব, সৃজনশীল চিন্তা, নেতৃত্বের বিকাশ, সমালোচনা ও বিশ্লেষন করার ক্ষমতা, ইভটিজিং, বাল্য বিবাহ, ভার্চুয়াল আসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে কিশোর-কিশোরীদের ভুমিকা, অপরাধপ্রবণতা হতে দূরে থাকার উপায়, জীবন দক্ষতা উন্নয়নের বিভিন্ন উপায়সমুহ, সুন্দর জীবনযাপনে শিক্ষা, স্বাস্থ্য সম্মত জীবনযাপন ও সুস্থ সংস্কৃতির প্রয়োজনীতা ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি