জীবন থেকে পাওয়া কিছু কথা

14

যত বড় হবেন তত মানুষ চিনবেন, যত আঘাত পাবেন তত শক্ত হবেন,
যত শক্ত হবেন তত নিজেকে বুঝতে পারবেন,যত নিজেকে বুঝবেন তত একাকিত্ব উপভোগ করবেন, যত একাকিত্ব উপভোগ করবেন তত দুনিয়ায় মিথ্যা মায়ার জালকে স্পষ্ট বুঝতে পারবেন,
যত মিথ্যা মায়াকে এড়িয়ে চলতে পারবেন তত নিজেকে ভালো রাখার নিয়ম জেনে যাবেন, যত নিজেকে ভালো রাখার নিয়ম শিখে যাবেন তত অন্যকে ভালো অবস্থানে দেখার ভালো তৃপ্তি উপভোগ করবেন, যখন অন্যের ভালো অবস্থানে যাওয়ায় আপনার মধ্যে আনন্দের তৃপ্তি ফুটে উঠবে ঠিক তখনই বুঝে নিবেন আপনার মধ্যে শিক্ষার বিকাশটা ভালোভাবে বিকশিত হয়েছে, আপনি মানুষের কাতারে পড়ার যোগ্য। নিজেকে এভাবে যাচাই করে নিতে পারেন,চেষ্টা করে দেখুন! জীবনের সার্থকতাটা আসলে এখানেই অন্যের জন্য ভালো কিছু করে যাওয়া বা আলোর পথ দেখিয়ে দিয়ে যাওয়া। যে পথে হেঁটে প্রজন্মের পর প্রজন্ম ভালো অবস্থান করে নিজের একটা ভালো পজিশন করে জীবনকে সার্থকময় করে তুলতে পারে! নিজের ভাবনার জগতটাকে বদলে ফেলুন, দেখবেন ওই ভাবনারাই আপনার পুরো জীবন বদলে দিয়েছে! কথাগুলো খুব স্পর্শকাতর মিলিয়ে নিবেন! অভিজ্ঞতার কথাগুলো খুব কঠোর ও নির্মম হয় বলেই মানুষের বদলে যাওয়াটা একদিন এতো প্রশ্নবোধক হয় মানুষের কাছে! জীবনটা এমনই!!