জীবন ও কর্মমুখি শিক্ষা

10

 

ষষ্ঠ হতে অষ্টম শ্রেণির পাঠ্য। এই তিনটি সিরিজ যদি শিক্ষার্থী ধারাবাহিকভাবে পড়ে সেই অনুযায়ী নিজেকে তৈরি করে তাহলে কোনক্রমেই সেই শিক্ষার্থী লাইনচ্যুত হতে পারে না। অথচ বাস্তবতা কি? যেহেতু পরীক্ষা হবে না, হবে ধারাবাহিক মূল্যায়ন। সেই কারণে পড়া, ক্লাস করা অনেকটা আগ্রহের বাইরে। আজ সকাল থেকে সিরিজটি আবার পড়লাম। চিন্তার জগতকে তুলে ধরলে এখানেও বহু কিছু আছে!!!
আগামীতে কয়েকটি ক্লাসে পরীক্ষা থাকবে না আবার কয়েকটি ক্লাসে প্রতিবছর পাবলিক পরীক্ষার বিষয়টি নিয়ে এখনই ভাবতে হবে। আসলে কি ভাববেন!! নাকি ৫ম, ৮ম শ্রেণির মত ১১বছর পর বলবেন আবার নতুন করে ভাবি।
আমি আপনাদের উপর নির্ভর করতে চাই কারণ ২০৪১ পর্যন্ত বিকল্প আর কি হতে পারে? শিক্ষার মহা পরিকল্পনা ব্যতিত যতই ম্যাগা প্রকল্প হাতে থাকুক সত্যিকার অর্থে সেটি নিচক সাধুবাদ হবে বুনিয়াদি কিছু না-।। স্বাধীনতার ৫০ বছরে দাঁডিয়ে একটি শিক্ষানীতি যেদেশে হয়নি সেদেশে আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে সেই প্রশ্ন এসেই যায়!! তবুও আমি আশা করতে চাই-