জীবনের সাফল্য অর্জনে সুশিক্ষার বিকল্প নেই

28

আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত চট্টগ্রাম থানামহিরা মুহাম্মদীয়া তৈয়্যবীয়া নূরীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা, ওরশেক‚ল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নূরানী মাহফিল গত ৪ জানুয়ারী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও থানামহিরা মুহাম্মদীয়া তৈয়্যবীয়া নুরীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী (মু.জি.আ)। স্বাগত বক্তব্য রাখেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ¦ গিয়াস উদ্দিন চৌধুরী। ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তি মাওলানা এনাম রেযা কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, আলহাজ¦ সিরাজুল ইসলাম, মুহাম্মদ জাকের হোসেন, মাওলানা মুহাম্মদ মুহসীন আলকাদেরী, আন্জুমানে রজভীয়া নূরীয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মোহাম্মদ মিয়া জুনায়েদ, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, হাজ¦ী হাফেজ আহমদ, রেজাইল করিম সওদাগর। মাদরাসার সুপার আলহাজ¦ মাওলানা আহমদ হোসাইন নিজামীর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে আল্লামা নূরী বলেন, সাফল্য অর্জনের ক্ষেত্রে সুশিক্ষার বিকল্প নেই। আর মাদ্রাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। অন্যথায় পিছিয়ে পরবে মাদ্রাসা শিক্ষা। অন্যদিকে তরুণ প্রজন্ম আজ মাদকাসক্তি ও নেশাগ্রস্থে ডুবে আছে। এ অবক্ষয় প্রবণতা থেকে তরুণ প্রজন্মকে বাচাঁতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর আদর্শের অনুসরণ চাই। উপস্থিত ছিলেন হাজী হাফেজ মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ আমিন সওদাগর, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ জহিরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ গিয়াস উদ্দিন, হাফেজ ইব্রাহীম কন্ট্রাক্টর প্রমুখ। বিজ্ঞপ্তি