জীবনকে সার্থক করতে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে

28

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, জীবনকে সার্থক করতে হলে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। এমনটাই সার্থক জীবন গড়েছেন প্রয়াত জসিম উদ্দিন। তিনি ছিলেন সৎ ও ত্যাগী নেতা এবং সংগঠনের জন্য একজন নিবেদিত প্রাণ। যিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়ে আমৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল ছিলেন। তিনি কোনোদিন তাঁর ব্যক্তিগত সুবিধার জন্য রাজনীতি করেননি।তার মৃত্যুতে হাটহাজারী পৌরসভায় শূন্যতার সৃষ্টি হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে হাটহাজারী কাচারী রোডস্থ সাত্তার শপিং সেন্টোরের সামনে হাটহাজারী পৌরসভা আ.লীগের সভাপতি সদ্য প্রয়াত ম. জসিম উদ্দিন এর স্মরণে পৌরসভা আ.লীগ আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সদস্য অ্যাডভোকেট হাদী শফিউল্লাহ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী। হাটহাজারী পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন যৌথ সঞ্চালনায় উক্ত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে শোক সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জনাব সোহরাব হোসেন চৌধুরী নোমান ও প্রয়াত জসিম উদ্দিনের ছোট ভাই বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, দপ্তর সম্পাদক হাসান শহীদ মিলন, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, আ.লীগ নেতা শামসুল আলম চৌধুরী, পৌরসভা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সোলাইমান সওদাগর, সাবেক সহ-প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন মাসুদ, পৌরসভা আ.লীগের সহ-সভাপতি সোলায়মান চৌধুরী, অমৃত লাল দে, অধ্যাপক মোরশেদুল আলম, মো. আইয়ুব, মো. শাহাবুদ্দীন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান, আ.লীগ নেতা তসলিম হায়দার, এনাম চৌধুরী, মোহাম্মদ নাজিম, ইঞ্জিনিয়ার মুহিব, মনির হোসেন।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ নুর আলম, আ.লীগের নেতা মো. এসকান্দর, মাস্টার পরিমল দে, সৈয়দ বদরুল আলম, মো. আলী, আবদুল কাইয়ুম, মো. নাজিম উদ্দীন, মো. শাহেদুর রহমান, মো. শফি উল্ল্যাহ, গিয়াস মেহেদী, মো. শাহআলম, লোকমান চৌধুরী, আবদুর রহিম, সিরাজুল ইসলাম, মো. সালাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, হাটহাজারী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহেদ প্রমুখ।এদিকে শোক সভায় বিকাল থেকে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দলে-দলে অংশগ্রহণ করতে দেখা গেছে।