‘জীবনকে নিয়ে সাহিত্যচর্চা করতে চেয়েছেন মাহবুব আজীজ’

26

‘লেখক তার জীবনের অভিজ্ঞতার সার তুলে এনেছেন সাহিত্যে। সময়ের অভিজ্ঞান যে সাহিত্যে থাকে তা মানুষের ইতিহাসের সমৃদ্ধি ঘটায়।’ ছোটকাগজ খড়িমাটির উদ্যোগে গত ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কবি ও কথাসাহিত্যিক মাহবুব আজীজের সাথে এক সন্ধ্যায় ‘অমীমাংসিত বিষাদ ও এইসব কলহাস্য’ শিরোনামে পাঠ ও আলোচনা সভায় আলোচকরা এ কথা বলেন। তারা বলেন, ‘এই কলহাস্য আমাদের যাপনে, এই কলহাস্য আমাদের জীবনে। জীবনের ভেতরে থেকে জীবনকে নিয়ে সাহিত্যচর্চা করতে চেয়েছেন মাহবুব আজীজ। তার সাহিত্য এর অসংখ্য প্রমাণ মেলে।’ কথাসাহিত্যিক মাহবুব আজীজ প্রতিক্রিয়ায় বলেন, ‘জীবন নিয়ে ভাবনায় কলহাস্য তুলে রাখতে চেয়েছি। সময়ের সাথে সাথে কথা বলে এইটুকু রেখেছি। এই আমার কর্ম, এই আমার ব্যাপ্ত। আপনাদের ভালোলাগা আমাকে যথেষ্ট আনন্দ দিয়েছে।’ এসময় আলোচনা করেন কবি ও নাট্যজন অভীক ওসমান, কবি হাফিজ রশিদ খান, কবি ও কথাসাহিত্যিক খালেদ হামিদী, কবি কামরুল হাসান বাদল, কথাসাহিত্যিক আজাদ বুলবুল, কবি মুহাম্মাদ আমানুল্লাহ ও কবি মানজুর মুহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য দেন কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দীন, কথাসাহিত্যিক মোশতাক আহমেদ ও কবি মাহবুব আজীজের সহধর্মিনী আলপনা আকতার।
অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন কথাসাহিত্যিক রথীন্দ্র প্রসাদ দত্ত। মনিরুল মনিরের উপস্থাপনায় কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, মৌ দত্ত ও বর্ষা চৌধুরী। বিজ্ঞপ্তি