জি২০ সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা ওসাকায়

28

জি২০ সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা জাপানের বাণিজ্যিক শহর ওসাকায় উপস্থিত হতে শুরু করেছেন। শুক্রবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে শনিবার পর্যন্ত। এবারই প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজক দেশ হয়েছে জাপান। দেশটির পশ্চিমাঞ্চল শহর ওসাকায় জি২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছে দেশটি। সম্মেলনের মূল আলোচনা ওসাকার আন্তজার্তিক প্রদর্শনী কেন্দ্র ‘ইনটেক্স’ এ হবে।
এবারের শীর্ষ সম্মেলনে জোটভুক্ত ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে আরও ৮টি দেশ এবং ৯টি বহুজাতিক সংস্থাসহ মোট ৩৭ টি দেশ ও সংস্থাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জি২০ সম্মেলনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ সম্মেলনের সভাপতিত্ব করবেন।