জিয়াউল হক মাইজভান্ডারী ছিলেন আধ্যাত্মিক চেতনার বাতিঘর

60

বিশ্বঅলী শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ছিলেন, আধ্যাত্মিক সাধনার মহান বাতিঘর। তিনি একাধারে জ্ঞান সাধক, তরিকতের অকৃত্রিম সেবক, হযরত গাউসুল আযম মাইজভান্ডারীর প্রপৌত্র তথা মাইজভান্ডার দরবার শরীফের এক উজ্জ্বল নক্ষত্র। আপন কর্মসাধনায় তিনি নিজেকে করেছেন মর্যাদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। ১৫ ডিসেম্বর বিকেলে নগরীর রীমা কনভেনশন সেন্টারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) ৯১তম খোশরোজ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডি.আই.জি চট্টগ্রাম রেঞ্জ খন্দকার গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব গোলাম রসুল। মহানগর সভাপতি এম মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফের সঞ্চালনায় মিলাদ মাহফিল ও খোশরোজ শরীফের সেমিনারে আলোচক ছিলেন প্রফেসর ড. এস.এম. বোরহান উদ্দীন, ড. খলিলুর রহমান, সৈয়দ আবুল মোকাররম, মুহাম্মদ নূরুল ইসলাম বারী, মাওলানা মুজিবুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি