জিয়াউল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও পুরস্কার বিতরণ

7

হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পবিত্র খতমে কোরআন, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নাছির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তাহজীব-তামাদ্দুন কমিটির সচিব রুহুল কাদের চৌধুরী।
মুহাম্মদ জয়নুল আবেদীনের কুরআন তেলাওয়াত ও মুহাম্মদ এমরান হোসাইনের নাতে রাসূল (দ.) পরিবেশনায় আরম্ভকৃত সভায় বক্তব্য রাখেন মাওলানা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, শেখ ফয়েজুল্লাহ আহমদ, মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাঈদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা শওকতুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুন নুর, তোফাজ্জল হোসেন, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী, পেয়ার মোহাম্মদ, সানজিন মাহামুদ, মাওলানা মুহাম্মদ মাসউদ, মিজানুর রহমান, মাওলানা মেশকাতুল মনোয়ার, কামাল উদ্দিন, ক্বারী ফরিদুল হক, মাওলানা সৈয়দুল করীম তাহেরী, মাওলানা কামাল উদ্দিন, শামশুল আলম নূরানী, সৈয়দ মোহাম্মদ ফোরকান, দিলদার ফারুক, মনিরুল আমিন, নূর সোলায়মান, নাসমিন আক্তার প্রমুখ। শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি