জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী ও দেশপ্রেমিক

14

 

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে শুক্রবার সকালে সময় ঘাটফরহাদবেগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্প্রাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব এ.এম নাজিম উদ্দিন। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তিনি খেতাব প্রাপ্ত ছিলেন। যা আন্তর্জাতিকভাবে আলোচিত ছিলেন। তিনি শিক্ষাজীবনে ও কর্মজীবনে যে সমস্ত খেতাব অর্জন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে শহিদ জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহন করে যে খেতাব অর্জন করেছেন তার তুলনা অন্য কারো সাথে হয় না। তিনি এমন একজন দুরদর্শী দেশপ্রেমিক ছিলেন যার স্বাক্ষর কর্মময় জীবনে রেখেগেছেন। যার প্রমান স্বাধীনতা সংগ্রামের পর সর্বোচ্চ খেতাব ভূষিত হন। তা আজ কেউ কেড়ে নিতে চাইলে তা হবে আত্মহননের সামিল। প্রধান বক্তা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, শহীদ জিয়া ছিলেন শ্রমিক বান্ধব এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে অবিচল। যার কারণে তার আদর্শে অনুপ্রাণিত কেন্দ্রীয় জাতীয় নেতা আবদুল্লাহ আল নোমান ও নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতাদেরকে বাইন্ডিং শ্রমিকগণের সংগ্রামকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শ্রমিকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, শহিদ জিয়ার রক্তের সাথে চট্টগ্রামের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক। শহীদ জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে যারা চক্রান্তে লিপ্ত তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে যা সময়ের ব্যাপার মাত্র। সভায় বক্তারা আরো বলেন, এই সরকার জনগনের সরকার না হওয়ায় এই বাজেট জন কল্যানময় নয়। অবৈধ সরকারের অর্থ লুটপাট করার বাজেট শ্রমিকরা আজ বাজেট দেখে দিশিহারা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিকদলের সভাপতি আবদুল মান্নান। কোতোয়ালী থানা দর্জি শ্রমিকদলের সভাপতি মো. ফরিদ উদ্দিন, নির্মাণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, বাইন্ডিং শ্রমিকদলের নেতা মো. ইয়াছিন, মো. ইউছুফ, মো. জহির, মো. আল আমিন, মো. জুয়েল, মো. জহির, মো. বাবুল, মো. আবুল প্রমুখ। সভার শেষে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে শহিদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও করোনা মহামারী থেকে দেশকে হেফাজতসত দেশনেত্রী বেগম খালোদ জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত পরিচালনা করেন বাইন্ডিং শ্রমিক নেতা মাওলানা নাছির। বিজ্ঞপ্তি