জিয়াউর রহমানের ৮৩ তম জন্মবার্ষিকীর আলোচনাসভা

40

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইসহাক কাদের চৌধুরীর সভাপতিত্বে গত ২২ জানুয়ারি, বিকাল সাড়ে ৩টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাকসু ভিপি মোঃ নাজিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি ছালাউদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক এড. আবু তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত, জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী সালাহ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ফজল বারেক, জেলা তাতী দলের সভাপতি আবু ছিদ্দিক, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোলায়মান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোরসালীন, হাটহাজারী পৌর বিএনপির আহŸায়ক মুহাম্মদ জাকের হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম. ফারুক, সৈয়দ মোস্তফা আলম মাসুম, সৈয়দ মো. মহসিন, যুবদল নেতা হারুন উর রশিদ, ছাত্রদলের সহ-সভাপতি এস.এম. আজিজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, মোঃ শওকত তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে রূপান্তরিত করার জন্য তৎকালীন সফল মেজর জিয়াউর রহমান জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন। তাঁর হাত ধরে বাংলাদেশে গড়ে উঠে গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আলোচনা সভা শেষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সাহস ও মনোবল বৃদ্ধির জন্য দোয়া কামনা করা হয়। বিজ্ঞপ্তি