জিম্বাবুয়েতে সোনার খনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

1

 

জিম্বাবুয়েতে একটি সোনার খনিতে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় বিদেশিসহ ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার মাজোউয়ি জেলার এসএএস সোনার খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত জানা যায়নি। নিহত বিদেশিদের সবাই চীনা নাগরিক বলে বার্তা সংস্থা রয়টার্সেকে জানিয়েছেন মাজোউয়ির আইনপ্রণেতা ফরচুন চাসি।
“আমি যখন ঘটনাস্থলে যাই, দেখি পুলিশ মৃতদেহ উদ্ধার করছে। খনি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অন্য সরকারি কর্মকর্তারা কী ঘটেছিল তার বের করার চেষ্টা করছিলেন,” বলেছেন তিনি। যে সোনার খনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। “কোন পরিস্থিতিতে এসএএস খনিতে কিছু গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় বিদেশি ও জিম্বাবুয়ের এক নাগরিকের মৃত্যু হল, কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন,” বলেছেন পুলিশের মুখপাত্র পল নিয়াথি।