জিপিএইচ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শেষ হয়েও হইলনা শেষ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উদয়নের বাঁধভাঙ্গা উল্লাস রানার্স আপ নির্ধারণে শতদল-ব্রাদার্স প্লে-অফ

3

 

আগের দিনই শিরোপা জয় নিশ্চিত করে নিয়েছিল মাদারবাড়ি উদয়ন সংঘ। তবে ট্রফি নেয়ার সময়টা নির্ধারিত ছিল গতকাল অর্থাৎ ১৩ অক্টোবর। প্রথম বারের মত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন! আনন্দ তাই ধরে রাখা যাচ্ছিলনা- গতকাল সকাল থেকেই এম এ আজিজ স্টেডিয়ামে রংবেরংয়ের পোষাক পড়ে বিভিন্ন বাদ্য-বাজনা নিয়ে স্টেডিয়াম চত্বরে জড়ো হতে থাকে উদয়ন কর্মকর্তা-সমর্থকরা।
জানা গেছে, উদয়ন ফুটবল কমিটির চেয়ারম্যান সালাহউদ্দিন রোমানের সৌজন্যে তাদের জন্য স্টেডিয়াম পাড়ার এক অভিজাত রেস্তোঁরায় মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়।
উদয়ন পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিকেলে সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং লিগের স্পন্সর জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল তাদের কাছে বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন।
এ সময় উদয়ন সমর্থকদের আতশ বাজির বিকট শব্দে আকাশ-বাতাশ প্রকম্পিত হচ্ছিল। সোনার হরিণ ট্রফিটি সংগঠনটির সাধারণ সম্পাদক হাজী নূরুল আমিন ক্লাবের সাবেক নিবেদিতপ্রাণ কর্মকর্তা মরহুম মোহাম্মদ হোসেন (সাবেক সভাপতি), ঈসা দুলাল ও একরামুল হকের নামে উৎসর্গ করেন। তিনি পৃষ্ঠপোষক মসিউল আলম স্বপন, সালাহ্উদ্দিন রোমানসহ দলের কোচ আনোয়ার হোসেন, সকল খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শক-সমর্থকদের এবং আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি শীঘ্রই চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশনে বড়সড় আয়োজন করা হবে বলেও জানান। ট্রফি গ্রহণকালে এ সময় উপস্থিত ছিলেন উদয়ন সংঘের কর্মকর্তা গোলাম মো. জোবায়ের, আবদুল হাই, মো. মনির, মোস্তাকিম গুড্ডু, কবির আহমদ বেবি, নূরুল আবছার, সুদীপ দাশ, জসিমুল হুদা, আরিফুল রহমান রুবেল, শাহেদ আলম, হাজী মহসিন প্রমুখ।
চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদুর সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী ও মো: হাফিজুর রহমান, সিডিএফএ সহ সভাপতি মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাব্দ্দুীন মো: জাহাঙ্গীর, সিডিএফএ’র কোষাধ্যক্ষ মো: শাহ জাহান, স্পন্সর প্রতিষ্ঠিান জিপিএইচ ইস্পাত লি: এর মিডিয়া এ্যাডভাইজার অভিক ওসমান ও ডেপুটি ম্যানেজার (মিডিয়া) ফেরদৌস আরা, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, আ.ন.ম ওয়াহিদ দুলাল, মো: ইউসুফ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিয়া, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো: হারুন আল রশীদ, মিসেস রেখা আলম চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, আব্দুল হান্নান মিরণ, সিডিএফএ এর যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রবীণ কুমার ঘোষ, এস এম ইকবাল মোর্শেদ, সরওয়ার আলম মনি, হাসান মুরাদ, শওকত হোসাইন, সাইফুল আলম বাপ্পি, সিডিএফএ এর কাউন্সিলর আশরাফুজ্জামান, আয়াজ মো: রকি, সালাউদ্দীন জাহেদ, খেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহবুব, কো-চেয়ারম্যান মাকসুদুর রহমান বুলবুল, সদস্য মোঃ এনামুল হক, আলী হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল, আবু জাহেদ, জাহেদ হোসেন, মুছা বাবলু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১ এ চট্টগ্রাম জেলা দল রানার্স আপ হওয়ায় খেলোয়াড় ও কমকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে জিপিএইচ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ এর চ্যাম্পিয়ন ট্রফি মাদারবাড়ি উদয়ন সংঘের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হলেও রানার্স আপ ট্রফি বিতরণ হয়নি। কারণ লিগের রানার্স আপ নির্ধারিত হয়নি।
শতদল ক্লাব ১৮ পয়েন্ট নিয়ে রানার্স আপের দৌড়ে এগিয়ে থাকলেও গতকাল শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করলে তারাও ১৮ পয়েন্ট নিয়ে শতদলের সমকক্ষ হয়ে যায়। ফলে আগামী ১৯ অক্টোবর প্লে-অফ ম্যাচের মাধ্যমে রানার্স আপ নির্ধারিত হবে বলে জানা গেছে।
গতকালকের খেলায় ব্রাদার্সের আশরাফ ও হেলাল গোল করেন। ম্যাচসেরা আশরাফের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল।