জিইএম কোম্পানির অবসরে যাওয়া কর্মচারীদের পাওনা পরিশোধের উদ্যোগ

12

 

জিইএম কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদ এর উদ্যোগে অবসর সংক্রান্ত তাদের পাওনা টাকা পরিশোধের জন্য ২৩ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে গত ২০ জানুয়ারি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অবসর গ্রহণকারী শ্রমিক কর্মচারীদের পাওনাদি পরিশোধের বিষয়ে জুম মাধ্যমে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি’র পরিচালক (বাণিজ্যিক), পরিচালক (অর্থ), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সচিব, বিএসইসি ও জিইএম কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অংশগ্রহণ করেন। সভায় অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনাদি পরিশোধ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের বিষয়ে ইতিমধ্যে কোম্পানি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য চলতি মাসে বিএসইসি বোর্ডে উপস্থাপন করা হবে। বিএসইসি বোর্ডের অনুমোদনের পর অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। বিএসইসি ও জিইএম কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। বিজ্ঞপ্তি