জাহিদ হাসান যখন রোবট

121

একজন বিজ্ঞানী তৃতীয় প্রজন্মের একটি রোবট তৈরি করেন। নিজের আদলে অবয়ব দেন তারা তার কথা-বার্তা কিংবা আবেগও মানুষের মতো। রোবটটির বুদ্ধিমত্তাও একই। এরপরই রোবটটি সুকৌশলে বিজ্ঞানীকেই অজ্ঞান করে ফেলে। এরপর সে নিজেই বিজ্ঞানীর জায়গায় আসীন হয়। বিজ্ঞানীর মতোই নানা কাজে অংশ নিতে থাকে। বিপদে পড়ে যান বিজ্ঞানী।
এটি একটি নাটকের গল্প। যেখানে বিজ্ঞানী ও রোবট হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঈদের বিশেষ এ নাটকের নাম ‘রোবটের নাম জাকির খান’। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় উত্তরার একটি শুটিং বাড়িতে এর শুটিং হয়েছে।
ঞ্জন আইচ জানান, বরাবরের মতো মজার চরিত্র নিয়ে এতে হাজির হয়েছেন জাহিদ হাসান। যা ঈদের জন্য যুতসই। তার চরিত্রটি রীতিমতো সবাইকে হাসিয়ে তুলবে। নাটকে জাহিদ হাসানের বিপরীতে আছেন সোহানা সাবা। আরও আছেন অভিনেতা সুজাত শিমুল। একটি আলফা আই-এর প্রযোজনায় ‘রোবটের নাম জাকির খান’ নাটকটি প্রচার হবে আসছে ঈদে আরটিভিতে।