জাসদ নেতা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

58

স্বাধীন বাংলা নিউক্লিয়াসের চট্টগ্রামের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য চট্টগ্রাম বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের একাধিকবার নির্বাচিত সদস্য প্রয়াত জাসদ এডভোকেট আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালিত হয়। গতকাল বিকাল ৫টায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা জনাব তৈয়বুর রহমান, জাসদ চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক জোট নেতা হাসান শহীদ রানা, সাংগঠনিক সম্পাদক মঈনুল আলম খান, মহানগর জাসদ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, আনিসুর রহমান, নির্মাণ শ্রমিক জোট সভাপতি আব্দুর রহিম, যুবজোট নেতা মোহাম্মদ আজম, শ্রমিক নেতা মোহাম্মদ জাহেদ, সিরাজ উদ্দীন, মহিম, জয়নাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে আজ ষাটের দশকের ছাত্রনেতা, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ এর ২০তম স্মরণ সভা ও স্বাধীন বাংলা নিউক্লিয়াসের চট্টগ্রামের অন্যতম সংগঠক ও জাসদের প্রতিষ্ঠা কালীন সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য প্রয়াত জাসদ নেতা এডভোকেট আবুল কালাম আজাদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর জাসদের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়েছে আন্দরকিল্লা কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমি হলে বিকাল ৪ টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে জাসদ কেন্দ্রীয় ১৪ দল ও জেলা জাসদের নেত্রীবৃন্দ বক্তব্য রাখবেন। খবর বিজ্ঞপ্তির