জালিয়াতির মাধ্যমে দেওয়া ২২ সংযোগ বিচ্ছিন্ন

19

সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছেলে মুজিবুর রহমানের বাড়ি থেকে গ্যাসের অবৈধ ২২টি সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। গত শুক্র ও শনিবার চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকা থেকে কয়েক দফায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক মোহাম্মদ নূরুল আবসার সিকদার। তিনি বলেন, অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া মুজিবুর রহমানের বাসা থেকে ২২টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিপণন বিভাগ এ কাজটি করেছে।
জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ জালিয়াতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইতোমধ্যে দুদক ব্যবস্থা নিচ্ছে। তবে বিপণন বিভাগের পক্ষ থেকে নিয়মনীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এরআগে জালিয়াতি করে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া এবং স্থানান্তরের অভিযোগে বৃহস্পতিবার কেজিডিসিএলের বর্তমান ও সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদক।