জার্মানিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

33

জার্মানিতে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাইন। শুক্রবার তিনি এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, একমাসের লকডাউন সফল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ধীরে ধীরে লকডাউন প্রত্যাহারের ঘোষণার দুইদিন পর স্বাস্থ্যমন্ত্রী এই দাবি করলেন।পরিসংখ্যান তুলে জার্মান স্বাস্থ্যমন্ত্রী স্পাইন জানান, সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা কমছে। আমরা মহামারিকে নিয়ন্ত্রণে এনে ফেলেছি। জার্মানিতে শুক্রবার আরও ৩৩৮০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৩৩ হাজার ৮৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬৮ জনের। ম্যার্কেলের ঘোষণা অনুযায়ী সামাজিক শিষ্টাচার মেনে চলার নিয়ম বলবৎ থাকবে আগামী ৩ মে পর্যন্ত। তবে গণপরিবহন ও দোকানে মাস্ক ব্যবহার চালু থাকবে। এই সপ্তাহ থেকে খুলে দেওয়া হবে নির্দিষ্ট কিছু দোকান। আগামী ৪ মে থেকে পর্যায়ক্রমে জার্মানির স্কুলগুলো খুলে দেওয়া হবে। এছাড়া ধর্মীয় জমায়েতসহ বড় ধরনের জনসমাগম আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। বার, ক্যাফে, রেস্টুরেন্ট, সিনেমা ও গানের আয়োজনগুলোও বন্ধ থাকবে।