জামেয়া দারুল মা’আরিফের দ্বীনি মাহফিল

21

 

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের ৩৮তম বার্ষিক দ্বীনি মাহফিল গত ১৪ জানুয়ারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী ও মাওলানা আফিফ ফোরকান মাদানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সভায় আলোচনা পেশ করেন আল্লামা ওবায়দুল্লাহ হামযা, অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা সালাহুদ্দীন নানুপুরী, প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানী, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা আজিজুল হক মাদানী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি মিজানুর রহমানসহ দেশের প্রাজ্ঞ স্কলার ও ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, প্রফেসর ড. আমিনুল হক নদভী, প্রফেসর ড. মোজাফফর নদভী, প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী ও আলহাজ আবদুশ শাকুর প্রমুখ।