জামুয়াইন বৌদ্ধ প্রভাতী সংঘের বুদ্ধ ভাষিত পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠ

20

রাউজান প্রতিনিধি

রাউজান থানাধীন বিনাজুরী ইউনিয়নে জামুয়াইন গ্রামবাসী, বিহার কমিটি জামুয়াইন বৌদ্ধ প্রভাতী সংঘের আয়োজনে জামুয়াইন বেণুবন বিহারে ১ম বারের মতো ৯দিনব্যাপি অবিরত বৌদ্ধ ধর্মের মুল ভিত্তি বুদ্ধ ভাষিত পূর্নাঙ্গ অভিধর্ম পাঠ গত ২ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে।
এতে উদ্বোধক ছিলেন ভদন্ত রাষ্টপাল থেরো। এতে সভাপতিত্ব করেন ভদন্ত বিনয়পাল মহাথেরো। প্রধান ধর্মদেশক প্রফেসর ড.ঞ্জানরতœ মহাথেরো। সংবর্ধিত অতিথি ভদন্ত জিনপ্রিয় মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত দেবমিত্র মহাথেরো। বিশেষ ধর্মদেশক ছিলেন ভদন্ত লোকশ্রী থেরো। সংবর্ধিত অতিথি ছিলেন শাসনজ্যেতি থেরো, মৈত্রীপাল থেরো।
অতিথি ছিলেন বুদ্ধনন্দ থেরো, মেত্তানন্দ থেরো, মুধিতানন্দ থেরো, বিবেকানন্দ থেরো, রতনশ্রী থেরো, সীবলীপাল থেরো, সুমনশ্রী থেরো। উপস্থিত ছিলেন জামুয়াইন গ্রামের বাবু বিকাশ বড়ুয়া, বাবু সুচিত্র বড়ুয়া, বাবু বিটু বড়ুয়া, বাবু সুশান্ত বড়ুয়া টিপু, উত্তম বড়ুয়া,রুবেল বড়ুয়া, অন্তুু বড়ুয়া, শান্ত বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া, সোমদত্ত বড়ুয়া, বাবলু বড়ুয়া, রাসেল বড়ুয়া, রুপস বড়ুয়া, তুহিন বড়ুয়া।