জামাল খান লেইন সামাজিক নিরাপত্তা পরিষদের সভা

30

 

জামাল খান লেইন সামাজিক নিরাপত্তা পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ৩০ সেপ্টেম্বর বিকেলে আসকার দিঘির পাড়স্থ শতদল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল হাকিমের সভাপতিত্বে এবং প্রচার ও দপ্তর সম্পাদক আবু ফরহাদ সাবুর পরিচালনায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংস্থার মহাসচিব মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু। বিগত চার অর্থবছরের আয়-ব্যয় এবং আগামী দুই অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফা, শোক প্রস্তাব পেশ করেন কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, সেবামূল্য পুনঃমূল্যায়ন রিপোর্ট পেশ করেন উপ কমিটির আহবায়ক মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, কোরআন তেলওয়াত করেন মৌলানা শামসুদ্দীন নুরী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আজাদ নিজামুল হক, পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক কাস্টম কর্মকর্তা মো. শাহনেওয়াজ, জি.এম বাবু, মোহাম্মদ ফিরোজ, সালেহ জঙ্গী।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইলিয়াস চৌধুরী, আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, ডা. আবু বকর ছিদ্দিকী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ লোকমান, ধর্ম সম্পাদক আবু তৈয়ব, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হানিফ, মহিলা সম্পাদিকা এডভোকেট নার্গিস আলম চৌধুরী, কার্যকরি সদস্য বখতিয়ার চৌধুরী, শওকত আলী চৌধুরী, কাজী রকিব উদ্দিন পেয়ারু, দেওয়ান মোর্শেদ আলী, তৌহদুস সালাম নিশাদ, ডা. মোবাশ্বের আমিন রাজিব, এডভোকেট সাইফুজ্জামান, মোহাম্মদ ইফতেখার উদ্দিন আপেল, প্রকৌশলী কাজী মাহমুদ প্রমুখ। সভায় সংস্থার আয়-ব্যয় সহ বাজেট পর্যালোচনা, আইন শৃঙ্খলা বিষয়ে প্রশাসনের সাথে সমন্বয় করা, সেবামূল্য পুনঃনির্ধারণ করা, সকল বাড়ীওয়ালাদের ছবি সম্বলিত বুকলেট অথবা ম্যাগাজিন প্রকাশ, এলাকায় ভৌগোলিক অবস্থান চিহ্নিত করণের জন্য সংস্থার নিজস্ব হোল্ডিং নম্বরপ্লেট বসানো সহ বেশকিছু বিষয়ে পর্যালোচনাপূবর্ক সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি