জামালখানে স্কুল শিক্ষার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

127

আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে এবং তরুণ রাজনীতিবিদ ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু’র ব্যবস্থাপনায়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র ৭৩ তম জন্মদিন উপলক্ষে জামালখান ওয়ার্ডস্থ শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর অসমাপ্ত আত্মজীবনী” বিতরণ করা হয়। ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ মনির হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর সম্মানিত মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ও আওয়ামী লীগ নেতা বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, মাউশির উপ-পরিচালক প্রফেসর মোঃ শাহেদুল ছবির চৌং, মাউশি চট্টগ্রাম এর পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম, শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিউটের প্রধান শিক্ষক আবু সোলেমান, ২১নং জামালখাঁন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন আহমেদ নবীন মেলা চট্টগ্রামের সভাপতি মোঃ হারুন, জামালখাঁন ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোঃ আজিম উদ্দিন চৌং, ২১নং জামালখাঁন ওয়ার্ড যুবলীগ নেতা ইকবাল আহমেদ ইমু, সরোয়ার আলম বাপ্পা, মান্না সরকার, মো. রফিকুল ইসলাম, মোঃ জহির, বিকাশ দাশ, মোঃ মনির হোসাইন, মোঃ রুবেল, মো. হান্নান, মাঈনউদ্দিন সনজু, পংকজ কান্তি দে, স্বজন নাথ সুজন, মাইকেল বিশ্বাস, ওমর ফারুক ওয়াহেদ।