জামালখানে মাঘোৎসব ও পিঠা প্রতিযোগিতা আজ

9

 

আজ ১৪২৯ বঙ্গাব্দের ১৩ মাঘ জামালখানে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ডা. এমএ হাশেম স্কয়ারে মাঘোৎসবের আয়োজন করা হয়েছে। নতুন চাল থেকে বানানো রকমারি পিঠা ও পায়েসের প্রদর্শনী ও প্রতিযোগিতা এই উৎসবের প্রধান আকর্ষণ। এছাড়া মাঘোৎসবের অন্তর্ভুক্ত রয়েছে নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। পিঠা উৎসব সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। সকাল ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন রাজনীতিক সোলায়মান আলম শেঠ। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মাঘোৎসবে প্রধান অতিথি থাকবেন। কলাকেন্দ্রের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির আহমদ খান, চট্টল ইয়ুথ কয়ার এর সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বণিক ও কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। স্বাগত বক্তব্য দেবেন কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক শিল্পী সুজিত ভট্টাচার্য দোলন। সঞ্চালনায় কলাকেন্দ্রের সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ অপু। বিজ্ঞপ্তি