জাপানি গাড়িসহ ৬২ লট পণ্য আজ নিলামে উঠছে

12

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কাস্টম হাউসে জাপানি প্রভোক্স মডেলের গাড়িসহ ৬২ লট পণ্য নিলামে উঠছে আজ। নিলামে তোলা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ফেব্রিক্স, প্লাস্টিক হ্যাঙ্গার, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, ওয়াশিং কেমিক্যাল, চামড়াজাত পণ্য, সিরামিক, টেক্সটাইল পণ্য, ড্রাগন ফল ইত্যাদি। এ নিলাম চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা এবং ঢাকা ভ্যাট কমিশনারেট কার্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে।
কাস্টমস সূত্রে জানা যায়, এবারের নিলামে ১৮ লাখ ৬৪ হাজার ৮২৯ টাকা মূল্যের প্রভোক্স মডেলের একটি জাপানি গাড়ি রয়েছে। এছাড়া ২৬১ রোল ফেব্রিক্স পণ্য, ১ হাজার ১২২ কনটেইনার প্লাস্টিক হ্যাঙ্গার, ১৯৮ বক্স এক্সেসরিস (কাঁচামাল), ৪ কনটেইনার সিকিউরিটি ট্যাগ, ১৯ কেজি ফিনিশিং এজেন্ট, ২৭০ কেজি হাইড্রোক্লোরিক এসিড, ১০ পিস ব্যাটারি লিড, ৭ কেস ওয়াশিং কেমিক্যাল, ১৬২ কেজি প্লাস্টিক বোতল, ৬০ কেজি গার্মেন্টস সিকিউরিটি ট্যাগ, ৩ ড্রাম ডায়েসিড (এসিড পণ্য), ৫২৫ কেজি মাল্টিভিটামিন পাউডার, ৯১ কেজি পলেস্তার, ১৫২ কেজি সালফিউরিক এসিড, ৩৪৮ কেজি বিএমডবিøউ ম্যাগাজিন, ২ হাজার ১০ কেজি টেক্সটাইল কেমিক্যাল, ৭২৪ জোড়া লেদার ফুট ওয়্যার, ৭ হাজার ৮শ’ লিটার অলিভ ওয়েল, ২৬ হাজার ৬শ’ কেজি ব্যাটারি এক্সেসরিস, ১০ হাজার ৯০ পিস টাইলস, ২ হাজার ১০৫ প্যাকেট বেবি ডায়াপার, ৩৭৬ প্যাকেট ফুড স্টাফ, ৫০২ বেল ওয়েস্ট পেপার, ১৫ হাজার কেজি ড্রাগন ফল,৯১ পিস লোহার পাইপ, ১০০ কনটেইনার সুইচ সকেট, ২৫০ কনটেইনার হান্টিং জ্যাকেট রয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম কর্পোরেশনের ম্যানেজার মোহাম্মদ মোরশেদ বলেন, গত ২৫ জুলাই নিলামের জন্য দরপত্র আহবান করা হয়। নিলামে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন), চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তর এবং যুগ্ম কমিশনার (সদর), শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) কার্যালয়ে নির্ধারিত টেন্ডার বক্স রয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত দরপত্র প্রদান করতে পারবে নিলামে অংশগ্রহণকারীরা।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার আল আমিন বলেন, বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা পণ্যের প্রতি মাসেই নিলাম অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২৯ জুলাই নিলাম অনুষ্ঠিত হচ্ছে।