জানুয়ারির দশ তারিখে

37

জানুয়ারীর দশ তারিখে উঠলো জেগে পাড়া
ছুটছে ছেলে বুড়ো সবাই, সবার ভীষণ তাড়া।
ছুটছে যুবক দলে দলে ছুটছে এয়ারপোর্টে
আঁধার তখন কাটছে, সবে দিনের আলো ফোটে।

জানুয়ারীর দশ তারিখে হু হু বাতাস ভোরে
ছুটছে বাতাস সবার সাথে ছুটছে জোরে জোরে।
নদীর জলে ঢেউ লেগেছে, বাড়ছে স্রোতের গতি
বলছে কথা, কথাতে নেই দাঁড়ি কমার যতি।

দশ তারিখে অধীর আকাশ, তাকিছে সবাই আছে
প্লেকার্ড ব্যানার হাজার হাজার ঝুলছে গাছে গাছে।
পাখিরা সব গান ধরেছে সুর তুলেছে বনে
এলেন তিনি? হয়নি সময়? প্রশ্ন ক্ষণে ক্ষণে।

একটা বেজে একচল্লিশে এলেন তিনি নেমে
উত্তেজনায় কাঁপছে শরীর উঠছে ঘেমে ঘেমে।
বাড়িয়ে দিলেন মুক্ত দুহাত, এলেন স্বাধীন দেশে
এলেন তিনি শেখ মুজিবুর, এলেন বীরের বেশে।

জানুয়ারীর দশ তারিখে আনন্দ মনপ্রাণে
শেখ মুজিবের আওয়াজ ভাসে কথা এবং গানে।
জানুয়ারীর দশ তারিখে মাটি ও মা টানে
বলে, শোনো জন্ম তোমার এই দেশে এইখানে।