জানতে হবে চুল পড়ার কারণ

11

চুল পড়া সমস্যার শিকার হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের দৈনন্দিন জীবনধারা, খাদ্যাভ্যাস, আবহাওয়া ইত্যাদি সবই চুল পড়ার পিছে ভূমিকা রাখে। তবে প্রাকৃতিকভাবেও একটি নির্দিষ্ট মাত্রায় চুল পড়তে পারে। আমাদের মাথায় যত চুল আছে তার সবকটা বৃদ্ধি পায় না। শতকরা ৯০ শতাংশ চুল নিয়মমাফিক বৃদ্ধি পায় এবং বাকি ১০ শতাংশ চুল রেস্টিং ফেইজ বা অপরিবর্তিত অবস্থায় থাকে। রেস্টিং ফেইজের চুলগুলোই সাধারণত ঝরে পড়ে এবং তার বিপরীতে পুনরায় নতুন চুল গজায়। বিশেষজ্ঞদের মতে, দৈনিক প্রায় ১০০ টি চুল পড়া স্বাভাবিক বিষয়। তবে এর বেশি চুল পড়লে বুঝতে হবে ১০ শতাংশের বেশি চুল রেস্টিং ফেইজে চলে গেছে এবং চুলের ক্ষতি হচ্ছে। এর কারণ হতে পারে দৈনন্দিন জীবনধারা, দীর্ঘস্থায়ী কোনো অসুখ বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। এমতাবস্থায় একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা ট্রিকলোজিস্টের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।