জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

16

চন্দনাইশ : চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সহায়ক উপকরণ বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম, ইউআসি ইনস্ট্রাকটর আকতার সানজিদা জাফর পপি, যুব উন্নয়ন অফিসার আ ন ম সালেহউদ্দীন, পল্লী উন্নয়ন অফিসার ইমরান হোসেন। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সঞ্চিতা বড়ুয়া, সৈয়দ শিবলী ছাদেক কফিল, উপজেলা এনজিও সমন্বয়ক মো. নুরুল হক চৌধুরী। বক্তব্য রাখেন আবু সাঈদ চৌধুরী, মাওলানা মো. আবদুর রহীম, কাঞ্চন সেন, তাইসান আলম, কৃষ্ণা দত্ত, মো. শোয়েব হোসেন প্রমুখ। এতে স্বেচ্ছাসেবী সংস্থা সৈয়দাবাদ সবুজসংঘ, এতিমখানা সাতবাড়িয়া শাহসুফি আমানত (র.) শিশু সদন, সমাজকর্মী মুজিবুর রহমানকে শ্রেষ্ঠত্বের জন্য এবং ৩ সফল ঋণ গ্রহীতাকে সাফল্যের জন্য সম্মাননা প্রদান করা হয়।
কুতুবদিয়া: সারা দেশের ন্যায় সমাজ সেবা অধিদপ্তরের অগ্রযাত্রার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কল্পে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যয় কুতুবদিয়া উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যাগে ২৪তম জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী হাছান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা আ.লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কুতুবদিয়া থানার এস,আই সুজন, ইউনিয়ন সমাজকর্মী সাখাওয়াত হোসেন শাহেদ, কারিগরি প্রশিক্ষক শাহানা পারভীন, সমাজ সেবা অফিসের কহিনুর আকতার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সংবাদকর্মী, সমাজসেবক, ভাতাভোগী প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি