জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চলের সমাবেশ

45

চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারিরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে অভিযোগ এনে ১৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর চট্টগ্রাম অঞ্চলের নেতারা।
গত ২১ মার্চ সকালে নগরীর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চলের সভাপতি আব্দুল খালেক চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চলের পক্ষ থেকে ইতিমধ্যে দাবিনামা, লিফলেট, পোস্টারিংসহ বিভিন্ন কর্মসূচি পালন ও বিভিন্নভাবে দাবি জানানো হয়েছে। কিন্তু মালিক পক্ষেও কোন সহযোগিতা না পাওয়ায় শ্রমিক কর্মচারিদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। তাই আমরা ১৬ দফা দাবি আদায়ে সোচ্চার হয়েছি। এরমধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো- শ্রমিক কর্মচারিদের বাই রোটেশন পদ্ধতিতে বুকিংয়ের ব্যবস্থা, সমঝোতা চুক্তি মতে শ্রমিক কর্মচারিদের অধিকার বাস্তবায়ন, যাচাই বাছাইকৃত শ্রমিক কর্মচারিদেরকে শ্রম শাখায় তালিকাভুক্ত করে শ্রম আইন মোতাবেক অনুযায়ী নিয়োগ প্রদান, সকল শ্রমিক কর্মচারীর জন্য পূর্বের ন্যায় চিকিৎসা ব্যবস্থা সেবা প্রদান সহ ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ, বহির্নোঙ্গরে শ্রমিক কর্মচারিদের যাতায়াতের জন্য লাইফবোট প্রদান, মার্চেন্ট শ্রমিকদের ন্যায় ল্যাসিং-আনল্যাসিং, ডক শ্রমিক ও কর্মচারিদের মেইন জেটি, সিসিটি, এনসিটি ও বহির্নোঙ্গর সহ সর্বক্ষেত্রে প্রোডাকশন ভিত্তিক মজুরি প্রদান। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চলের কার্যকরী সভাপতি মো. ফোরকান, সহ-সভাপতি এম ইউসুফ হায়দার, এস.এম. মহিউদ্দিন, মোঃ. নাছির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নূর আলম, আজাদ চৌধুরী, জিয়াউদ্দিন বাবু, তারেক চৌধুরী, জাহাঙ্গীর আলম, সুধীর রঞ্জন শীল, মারুফ, দিদারুল আলম, সুধান দে, আব্দুস সত্তার, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার ও সহ মহিলা সম্পাদিক কহিনুর আক্তারসহ প্রমুখ নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির