জাতীয় শিশু দিবসে চবির কর্মসূচি

12

১৭ মার্চ জাতির পিতার ১০২তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফজরের নামাজের পর চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও ক্যাম্পাসস্থ সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। চবি প্রশাসনিক ভবন, হলসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনসমূহে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হবে। সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। পুস্পস্তবক অর্পণ শেষে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে কেক কাটবেন এবং বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে শিশু চিত্রাংকন প্রতিযোগিতার অংশ হিসেবে চবি ক্যাম্পাসস্থ চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, নিপবন শিশু বিদ্যালয় ও উস্ প্রাইমারী এন্ড হাইস্কুলে অধ্যয়নরত প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত সন্তানদের মধ্যে আগ্রহীদের ‘মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র অংকন করে আগামী ১৫ মার্চ এর মধ্যে চবি প্রক্টর অফিসে জমা দিতে হবে। উল্লেখ্য, আগ্রহী শিক্ষার্থীরা ১১ ১৬ সাইজের কার্টিজ পেপার ড্রইং শিটে কালার পেস্টাল/জলরং/কলম এবং পেন্সিল দিয়ে চিত্র অংকন করে শিটের পেছনে শিক্ষার্থীর নাম, স্কুল, শ্রেণি, রোল নং, জন্ম তারিখ, পিতা-মাতার নাম ও পদবী এবং অভিভাবকের মোবাইল নম্বর স্পষ্ট অক্ষরে লিখতে হবে। বিজ্ঞপ্তি