জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

74

 

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ১২ মার্চ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগিদের সমন্বয়ে কেরাত, আজান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ইসলামী গান, রচনা ও ইসলামী জ্ঞান বিষয়ে বাস্তবায়িত হয়েছে। ৩ শতাধিক প্রতিযোগির প্রাণবন্ত অংশগ্রহনে ৭ বিষয়ের প্রতিযোগিতার গ্রæপ ভিত্তিতে মোট ৬০ জন প্রতিযোগী জেলা পর্যায়ে বিজয়ী হয়েছে। প্রতিযোগিতার শেষ পর্বে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপ-পরিচালক জনাব ফাহমিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আহসানুল হক। উপস্থিত ছিলেন ইমাম সমিতির সভাপতি জনাব কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব সরওয়ার আকবর। বিজয়ীদেরকে সনদপত্র ও ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। জেলা পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা আগামী ১৯ মার্চ চট্টগ্রামস্থ পাহাড়তলী হাজী ক্যাম্পে অনুষ্ঠেয় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।