জাতীয় লিগের প্রথম দিনে বৃষ্টির বাগড়া

26

চার ম্যাচের দুটিতে টসই হয়নি, বাকি দুটি মিলে ১৮০ ওভারের জায়গায় খেলা হয়েছে ১০২ ওভার। বৃষ্টির বাগড়ায় খেলোয়াড়দের অপেক্ষা করেই কাটাতে হয়েছে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের প্রথমদিনে। বৃহস্পতিবার চার ম্যাচের মধ্যে দুটি গড়িয়েছে ঢাকায়। খেলা হয়েছে ৫১ ওভার করে। রাজশাহী ও খুলনায় টসই হতে দেয়নি অসময়ের বৃষ্টি। শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে চট্টগ্রাম বিভাগ। তারা ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। দুই দফা বৃষ্টি-বাধায় খেলা হয় ৫১ ওভার। স্বেচ্ছা-বিরতি কাটিয়ে জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরা তামিম ইকবালের শুরুটা ভালো হয়নি। চট্টগ্রামের ওপেনার ১০৫ বলে ৩০ রান করে আউট হন মাহমুদউল­াহর বলে। ২২ গজে ১৩২ মিনিট কাটালেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না শুরু থেকেই।
চট্টগ্রামের আরেক ওপেনার সাদিকুর রহমান অবশ্য ব্যাট করেছেন সাবলীলভাবেই। লাঞ্চ বিরতির আগে মাহমুদউল্লাহর প্রথম শিকারে এ বাঁহাতি ব্যাটসম্যান সাদিকুরের অবদান ৫১। ৬৯ বলে পাঁচটি চার ও এক ছয়ে সাজানো ইনিংস। টেস্ট দলের আরেক সদস্য মুমিনুল হকও সুবিধা করতে পারেননি প্রথম ইনিংসে। ‘এ’ দলের অধিনায়ক হয়ে শ্রীলঙ্কা সফর করে আসা বাঁহাতি তারকা আউট হন ১১ রান করে। ১১৪ রানে ৩ উইকেট হারানোর পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পিনাক ঘোষ ৩০ ও তাসামুল হক ১৭ রানে অপরাজিত আছেন। ফতুল­ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের ম্যাচে সারাদিনে খেলা হয়েছে ৫১.৫ ওভার। টস হেরে ব্যাটিং করতে নামা ঢাকা পড়েছে বিপর্যয়ে। ১৪৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে তারা। রনি তালুকদার করেছেন সর্বোচ্চ ৬৩ রান। রাজশাহীর তাইজুল ইসলাম চারটি ও শফিউল ইসলাম নেন তিনটি করে উইকেট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা-রংপুর ও রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বরিশাল-সিলেটের ম্যাচে টসই হয়নি চার দিনের ম্যাচের প্রথমদিনে।