জাতীয় মুফাসসির পরিষদের প্রতিবাদ সমাবেশ

168

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ, অবিলম্বে কার্টুন প্রদর্শন বন্ধ, বিশ্ব মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের ধৃষ্টতা প্রদর্শন না করার অঙ্গীকার করার দাবি জানিয়ে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ চট্টগ্রামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা মুফতি ফারুক ছিদ্দিকীর সভাপতিত্বে এবং মাওলানা মোহসেন আল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চবি’র আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা আ ক ম আবদুল কাদের।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আইআইইউসি’র অধ্যাপক ড. বিএম মফিজুর রহমান আল আজাহারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আনোয়ারী, মাওলানা মুফতি আবু হানিফা নোমান, মাওলানা ড. আবুল কালাম, মাওলানা সাফওয়ান বিন আজহারী, ড. মাহমুদুল হক, মাওলানা হাবিবুর রশীদ, মাওলানা আয়ুব আলী আনছারী, মাওলানা ইমদাদুল হক নিজামী, মাওলানা সলিমুল্লাহ হাবীবি প্রমুখ। বিজ্ঞপ্তি