জাতীয় বয়সভিত্তিক সাঁতারে চট্টগ্রামের তিনটি স্বর্ণপদক

17

 

বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ২০২১ এর দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা তিনটি স্বর্ণপদক ও একটি রৌপ্য পদক লাভ করেছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতারু মোহাম্মদ তৌফিক চারটি ইভেন্টে অংশগ্রহণ নিয়ে তিনটিতেই স্বর্ণপদক ও একটিতে রৌপ্য পদক লাভ করেছে। প্রতিযোগিতার ১ম দিনে ১০ বছর বালক ক্যাটাগরিতে ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলে ৩:২৯:৬৯ সময় নিয়ে, এবং প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৫০মিটার ব্রেস্ট স্ট্রোকে বিকেএসপির সাতারু কে পেছনে ফেলে ০০:৪৪:০৩ সময় নিয়ে এবং ৫০ মিটার ফ্রি স্টাইলে ০০:৫৪;৫৯ সময় নিয়ে স্বর্ণ পদক লাভ করার গৌরব অর্জন করে। এছাড়া ও ৫০ মিটার ব্যাক স্ট্রোক এ রৌপ্য পদক লাভ করে।
আজও তৌফিকের দুটি ইভেন্ট রয়েছে। সেখানেও ভালো ফলাফলের সম্ভাবনা আছে। উল্লেখ্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এটিই সাঁতারের যে কোন জাতীয় প্রতিযোগিতায় বড় ধরনের সাফল্য।