জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬টি প্রোগ্রামে ভর্তি

17

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন আইসিটি, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), এন্টাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। আবেদনের সময়সীমাঃ অনলাইনে প্রাথমিক আবেদন ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৫০০ টাকা ২৭ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ করতে হবে। এ ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩০ মার্চ শুরু হবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখ: ২৬-২-২০২৩, প্রাথমিক আবেদন ফি জমা দেওয়ার তারিখ: ২৭-২-২০২৩, প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহের তারিখ: ২৮-২-২০২৩, লিখিত পরীক্ষার তারিখ ও স্থান: ১০ মার্চ, শুক্রবার, ২০২৩। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।