জাতীয় দলে চোখ এইচপির ক্যাম্পে আকবর-হৃদয়রা

4

 

এক ঝাঁক ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই কারও। তবে তাদের কেউ কেউ আছেন জাতীয় দলের আশেপাশে। নিকট কিংবা একটু দূর ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় বাকিরাও। সবারই স্বপ্নের সীমানায় জাতীয় দল। কাক্সিক্ষত সেই ঠিকানা খুঁজে নেওয়ার অভিযানে নিজেদের আরও প্রস্তুত করে নিতে আসছেন তারা চট্টগ্রামে। সেখানে শুরু হচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ২২ ক্রিকেটারের সঙ্গে সাপোর্ট স্টাফদের বহর গতকাল শনিবার রওনা হয়েছে চট্টগ্রামে। আজ রবিবার থেকেই শুরু নিজেদের শানিত করার লড়াই।
দেড় মাসের ক্যাম্পে ফিটনেস ও স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার পাশাপাশি ম্যাচও খেলবেন এই উঠতি ক্রিকেটাররা। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ হবে তাদের। এইচপি স্কোয়াড: ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন। উইকেটকিপার: ইমরান উজ জামান, আকবর আলি। স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন। পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।