জাতীয় ক্রিকেট লিগ জিততে আজ ৬২ রান চাই চট্টগ্রামের

13

 

চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে স্বাগতিক চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগ। এ ম্যাচে ব্যাটে-বলে দাপট চট্টগ্রামের। ইয়াসির আলীর রাব্বির সেঞ্চুরি সঙ্গে দুই ইনিংস মিলিয়ে স্পিনার নাঈম হাসানের ৮ উইকেটে জয়ের দ্বারপ্রান্তে অধিনায়ক মুমিনুল হকের দল। চারদিনের ম্যাচের শেষদিনে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন মাত্র ৬২ রান। রাজশাহী বিভাগের প্রয়োজন ৮ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী ১ম ইনিংস: ১৬৬ ,চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৪৯, রাজশাহী ২য় ইনিংস: ৯৯ ওভারে ২৫৯ (জহুরুল ৫৩*, হৃদয় ৬৮, ফরহাদ ৪০, সানজামুল ৪৯; মেহেদি রানা ৫৩/৩, নাঈম ৬১/৪, ইফরান ৫৫/১, মুরাদ ৩৮/১, নোমান ৩২/১)
চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ৭৭) ৭ ওভারে ১৫/২ (সাদিকুর ৩*, নাঈম ৩*; সানজামুল ৭/১, হৃদয় ৩/১)
এদিকে কক্সবাজারে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের ম্যাচটিতে দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে লিডের আশা জাগাল ঢাকা মেট্রো। অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা ও রংপুর বিভাগের প্রথম স্তরের ম্যাচে সোহরাওয়ার্দী শুভর দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেটের পরও লিড নিয়েছে খুলনা বিভাগ। আরেকদিকে সিলেট বিভাগকে ৭ উইকেটে হারিয়ে জাতীয় লিগের ২৩তম আসরের যাত্রা শুরু করেছে ঢাকা।