জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের পদত্যাগ দাবি

17

 

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এর চীন সফরকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠনগুলো তার পদত্যাগ দাবি করেছেন। সংগঠনগুলো বলছে, মিশেল চীন সফরের মধ্য দিয়ে গণহত্যার শিকার উইঘুরদের অপমান করেছেন এবং হাইকমিশনার হিসাবে তার দায়িত্বে ব্যর্থ হয়েছেন। উইঘুরপন্থি অধিকার, অলাভজনক সংস্থা, উইঘুরদের জন্য ক্যাম্পেইন (সিএফইউ) চীনে জাতিসংঘের মানবাধিকার প্রধানের কারাগার সফরকে লজ্জাজনক বলে অভিহিত করেছে এবং তারা বলছে, ব্যাচেলেট তার ভ্রমণের বিষয়ে অস্বচ্ছতা দেখিয়েছেন। সিএফইউ এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাচেলেট তার অফিসের দায়িত্ব, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য বিশ্বের কাছে তার বাধ্যবাধকতা এবং জাতিসংঘ প্রতিষ্ঠার মূল নীতিগুলিকে অবহেলা করেন।’