জাতিসংঘ কমিশন ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া

5

জাতিসংঘের তদন্ত কমিশন বলেছে, ইউক্রেনে চলমান যুদ্ধে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। শুক্রবার তদন্ত দলটির প্রধান এরিক মোজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বলেছেন, ইউক্রেনের বেসামরিক এলাকায় বোমাবর্ষণ, হত্যাযজ্ঞ, নিপীড়ন ও নৃশংস যৌন সহিংসতা চালিয়েছে রুশ সেনা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
জাতিসংঘের তদন্ত দলের এমন বক্তব্য বিরল। সাধারণত দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক অভিযোগে তদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব আদালতের বিচারের ওপর ছেড়ে দেয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মে মাসে কমিশন অব ইনকোয়ারি (সিওআই) গঠন করা হয়। এটি জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দল।
দলটিতে রয়েছেন তিনজন স্বতন্ত্র বিশেষজ্ঞ। শুক্রবার দলটির পক্ষ থেকে প্রথমবার মৌখিকভাবে তদন্তের অগ্রগতি মানবাধিকার কাউন্সিলে তুলে ধরা হয়। তদন্তের শুরুতে তারা কিয়েভ, চেরনিহিভ, খারকিভ ও সুমি অঞ্চলে অনুসন্ধান করেন। এখন তদন্তের বিস্তৃতি আরও বাড়ছে বলে জানিয়েছেন দলটির প্রধান।