জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন

20

রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা সদরের ইছাখালীস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে পৌর আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে কেক কেটে উদযাপন করা হয়। উপজেলার পদুয়া ইউনিয়নের সোমবারিয়া হাটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। এছাড়া এনএনকে ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরফভাটা ইউনিয়ন আ.লীগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ মাস্টার। সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা আক্তার কামাল চৌধুরী, নিজাম উদ্দিন বাদশা, ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলামসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে কেক কেটে বঙ্গবন্ধু ১০৩তম জন্মদিন পালন করা হয়।

সরফভাটা ইউনিয়ন পরিষদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও শিশু সমাবেশ সরফভাটার ঐতিহ্যবাহী খেলার মাঠে শুক্রবার (১৭ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাস্টার, সহ সভাপতি সামশুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে সরফভাটার ২৬টি স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া অনুষ্ঠান থেকে ইউনিয়নের ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এরআগে বৃহস্পতিবার স্কুল শিক্ষার্থীদের অংশগ্রণে ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু সমাবেশের অনুষ্ঠানে শ্রেষ্ঠ নির্বাচিত তিনজন শিশুকে পুরস্কৃত করা হয়।

রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যবস্থাপনায় হেফজখানার ছাত্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ বেলা ১১টায় রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শওকত হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছাত্রনেতা ইমরান হোসাইন ইমু, স্বেচ্ছাসেবকলীগের সদস্য আজগর আলী চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ শফি, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ ফোরকান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

ঢেমশা উচ্চ বিদ্যালয়
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ঢেমশা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি আজকের দিনে জন্মেছেন বলেই বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ভূখন্ড, পতাকা, মানচিত্র ও জাতীয় সংগীত। বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা। তার বলিষ্ঠ নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেন। সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঢেমশা উচ্চবিদ্যালয়ের আয়োজনে ১৭ মার্চ, শুক্রবার সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বোধি রতন বড়ুয়া, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক শশী ভূষণ বড়ুয়া, বিশিষ্ট ব্যাংকার হারুনুর রশীদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মিন্টু সেন, রাজীব পালিত, কাজল মজুমদার, প্রাক্তন ছাত্র পরেশ বড়ুয়া, মিহির কর প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। সবশেষে সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ কলেজ হলরুমে উদযাপিত হয়।। কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী। তিনি বলেন, বাঙালি জাতির মুক্তির অগ্রদূত হিসেবে বঙ্গবন্ধুর আবির্ভাব হয়। যার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
কলেজ শিক্ষক মুহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় বক্তৃতা দেন অধ্যাপক জয়নাল আবেদীন, আবুল কাসেম চৌধুরী, শিক্ষকদের মধ্যে ফরিদ আহমদ, মোহাম্মদ জয়নাল আবেদীন, জান্নাতুন নাঈম পপি, ফাতেমা জান্নাত প্রমুখ। অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেন ছাত্রীরা। পওে শিক্ষক ও ছাত্রীদের সাথে নিয়ে কেক কাটেন অথিথিবৃন্দ। এরপরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।