জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

7

বান্দরবান
নানা আয়োজনে বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বান্দরবান প্রতিনিধি

রাঙামাটি
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এছাড়াও পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো. শহিদুজ্জামান মহসিন রোমানসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিবসটিকে ঘিরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ অংগ সহযোগি সংগঠনের পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। রাঙামাটি প্রতিনিধি

রাউজান উপজেলা আওয়ামী লীগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রাউজান উপজেলা আওয়ামী ­লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। গতকাল ১৭ মার্চ রবিবার উপজেলার মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি
স্বপন দাশগুপ্ত, ইরফান আহমেদ চৌধুরী, কামরুল হোসেন বাহাদুর, জানে আলম জনি, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, শাহাবুদ্দিন চৌধুরী, রুনু ভট্টাচার্য, আলমগীর কবির, তছলিম উদ্দিন, সারজু মো. নাছের, শওকত হোসেন, মুছা আলম খান চৌধুরী, এস এম মহিব উল্লাহ, আবদুল লতিফ, তপন দে, আবু ছালেক, আজাদ খাঁন, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, ইমরান হোসেন ইমু, মনির তালুকদার, সাখাওয়াত হোসেন পিবলু, আরমান সিকদার, সেলিম উদ্দিন, দিলীপ দে, সাবের হোসেন, নাছির উদ্দীন।-রাউজান প্রতিনিধি

দীঘিনালা
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
ওবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ। পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জাননো শেষ উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাশেম। দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টারের ইউআরসি কর্মকর্তা মো. মাইন উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খান। আরো উপস্থিত ছিলেন উপজেলা থানা অফিসার ইনচার্জ ওসি মো. নুরুল হক, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্তাকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করা হয়। দীঘিনালা প্রতিনিধি

হাটহাজারী কলেজ
চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ শিক্ষক এবং বিএনসিসি ক্যাডেট ও রোভার স্কাউটসের সহচরদের সাথে নিয়ে সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে তিনি সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ দিবসটির তাৎপর্য, বঙ্গবন্ধুর শিশুবান্ধব কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নে বর্তমান জনকল্যাণমূলক সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
কলেজের সহকারী অধ্যাপক আবু মুছা মো. এামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ গুল মোহাম্মদ।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কাজী মো. জয়নুল আবেদীন, প্রভাষক মহিউদ্দিন মো. দিলদার আলম ও শিক্ষার্থী মাসুদুল আলম। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সহকারী অধ্যাপক মনজুর আলী তালুকদার দোয়া মাহফিল পরিচালনা করেন। হাটহাজারী প্রতিনিধি

নাজিরহাট কলেজ
হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দীন শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের সাথে নিয়ে বিএনসিসি, রোভার, রেঞ্জার এবং রেড ক্রিসেন্ট কর্মীদের সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির সূচনা করেন।
পরবর্তীতে তিনি সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক জহির উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দিবসটির তাৎপর্য, বঙ্গবন্ধুর শিশুবান্ধব কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নে বর্তমান জনকল্যাণমূলক সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদেরকে তার আদর্শ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
অধ্যাপক মার্তুজা সুলতানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম কিবরিয়া, অধ্যাপক মো. শাহাবুদ্দিন, অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য, অধ্যাপক এস এম কাউছার ও অধ্যাপক মোসফেকা চৌধুরী প্রমুখ। হাটহাজারী প্রতিনিধি

পেকুয়া
খতমে কোরআন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারের পেকুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিনটিকে সামনে রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পেকুয়া থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আজিম, বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীন আহমেদ, সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শাহাদাত হোসেন ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা জামান তিশা প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পেকুয়া প্রতিনিধি

পেকুয়া ইসলামিক ফাউন্ডেশন
পেকুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খতমে কোরআন, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং দুপুরে একটি র‌্যালির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। সকালে উপজেলা পরিষদ পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিষদ জামে মসজিদে ইফা’র সুপার ভাইজার নুরুল হক সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মোহাম্মদ জামাল হোছাইন, মৌলানা ইসমাইল নূরী, গিয়াস উদ্দিন, মাহফুজুর রহমান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সম্মৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালক করেন মাওলানা গিয়াস উদ্দিন। পেকুয়া প্রতিনিধি