জাতির পিতার কবর জেয়ারতে দক্ষিণ রাউজান শিক্ষক সমিতি

16

 

বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়ে গত ২৫ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জেয়ারত ও ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেছে দক্ষিণ রাউজান শিক্ষক সমিতি। রাউজানের মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক একটি গাড়িতে করে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গমন করে বেলা ১ টায় জেয়ারত এবং সম্মিলিতভাবে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরে বঙ্গবন্ধুর ছেলে বেলার খেলার মাঠ, পুকর ঘাট, শেখ পরিবারের আদি নিবাস, বঙ্গবন্ধুর থাকার ঘর, শেখ রাসেল শিশু পার্ক, বঙ্গবন্ধু গণ পাঠাগার, দর্শনার্থীদের মনোরম বিশ্রামাগার ইত্যাদি পরিদর্শন শেষে বিকাল ৪ টায় শিক্ষকদের গাড়ি রাউজানের পথে যাত্রা করে।
এই কর্মসূচিতে প্রধান শিক্ষকদের মধ্যে অংশ গ্রহণ করেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মো. জানে আলম, উরকিরচর উচ্চ বিদ্যালয়ের বিলাস কান্তি দাস, মহামুনি এংলোপালি উচ্চ বিদ্যালয়ের অন্জন বড়ুয়া, রাউজান সরকারি উচ্চ বিদ্যালয়ের মোস্তাক আহমেদ, গচ্চি উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ হানিফ(অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক), গহিরা উচ্চ বিদ্যালয়ের মো. হাবিব উল্লাহ, ফতেনগর নোয়াজিসপুর উচ্চ বিদ্যালয়ের দীপক মুৎসুদ্দি, কোয়েপাড়া জে সি সেন উচ্চ বিদ্যালয়ের সনজিত আচার্য্য, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের জামাল শাহ, কদলপুর স্কুল এন্ড কলেজের ওমর ফারুক (অধ্যক্ষ), উনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের আবু মোহাম্মদ, অগ্রসার উচ্চ বিদ্যালয়ের রনজিৎ বড়ুয়া, গুজরা শ্যামাচরন উচ্চ বিদ্যালয়ের কনক দাশগুপ্ত, পাচখাইন সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ফজল করিম, দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের গোফরান হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি