জাটকা ইলিশ ধরা বন্ধে সচেতনতা জরুরি: দিদারুল আলম এমপি

10

সীতাকুন্ড প্রতিনিধি

“ইলিশ আমাদের জাতীয় মাছ,জাটকা ধরলে সর্বনাশ”এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে সীতাকুন্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ-পুলিশের র‌্যালি ও আলোচনা সভা গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। কুমিরা নৌ-ঘাট এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২২ উপলক্ষে সীতাকুন্ডের কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ি ও চট্টগ্রাম, সীতাকুন্ড উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সীতাকুন্ড উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ দিদারুল আলম এমপি। তিনি বলেন, সরকারি নির্দেশনামতে আমরা জাটকা নিধন বন্ধ রাখলে বেশি বেশি বড় ইলিশ দেখতে পায়। আর এই সময় সরকার জেলেদের চাল বিতরণ করে থাকে। তাই সকলে মিলে আসুন জেলেদের জাটকা ইলিশ মাছ ধরা থেকে বিরত রাখি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করি। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ মো. আব্দুস ছাত্তার,পুলিশ সুপার নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চল মো. মমিনুল ইসলাম ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইনচার্জ মো. আকরাম উল্লাহ ও কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাগণ এবং জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা। র‌্যালিটি কুমিরা নৌ-ঘাট থেকে আকিলপুর পর্যন্ত সাগর উপকূল বেঁডিবাঁদ পদক্ষিণ করে।