জাওয়াহিরি হত্যার বদলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

2

পরদেশ ডেস্ক

আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরিকে হত্যার বদলায় বিদেশে মার্কিনিদের ওপর জঙ্গি হামলা হতে পারে আশঙ্কায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাওয়াহিরির মৃত্যুতে আল কায়েদা সমর্থক এবং সংশ্লিষ্ট অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন মার্কিন স্থাপনা ও কর্মকর্তাদেরকে নিশানা করে হামলা চালাতে উদ্যত হতে পারে। গত রোববার সকালে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন থেকে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ৭১ বছরের জাওয়াহিরিকে হত্যা করা হয়। এ আল-কায়দা নেতা কাবুলে নিজ বাড়ির বারান্দায় হামলার শিকার হন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরিকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল কায়েদার সন্ত্রাসী হামলায় জাওয়াহিরির হাত ছিল বলে মনে করা হয়। ওই হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। ২০১১ সালে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এই জঙ্গি গোষ্ঠীটির হাল ধরেন জাওয়াহিরি। ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা জাওয়াহিরির মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে প্রাণঘাতী বোমা হামলাসহ ২০০০ সালে এডেনে আরও একটি হামলায় ভূমিকার জন্যও জাওয়াহিরিকে অভিযুক্ত করা হয়। কেনিয়া ও তাঞ্জানিয়ায় হামলায় ২২৩ জন নিহত হয়েছিল। মার্কিন পররাষ্ট্রদপ্তর তাদের বিবৃতিতে বিশ্বজুড়ে সতর্কবার্তা দিয়ে বলেছে, গত ৩১শে জুলাই জাওয়াহিরিকে হত্যার পর মার্কিন-বিরোধী সহিংসতার আশঙ্কা বেড়ে গেছে বলেই তারা মনে করছে।