জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান

36

মিরসরাইয়ে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জানুয়ারি মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক দিনব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দেখায়। দর্শনার্থীরাও মুগ্ধ হয়ে তাদের ব্যাখ্যা শুনেন। মেলার আয়োজন করেন মিরসরাই উপজেলা প্রশাসন। দিনব্যাপী মেলায় দর্শনার্থীদের প্রচুর ভীড় লক্ষ্য করা যায়। মেলায় ঘুরে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, আবুতোরাব উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর এনসি উচ্চ বিদ্যালয়, সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় এবং বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ের স্টল দেখা গেছে। দেখা যায়, বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখাচ্ছেন এবং দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মেলা দেখতে আসা নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আফসার, উপাধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যত। তাদেরকে আরো উৎসাহ দেয়ার জন্যই মেলায় আসা। তারা বলেন, এখানে এসে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখে বেশ ভালো লাগলো। তারা আরো বড় পরিসরে মেলার আয়োজন করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। গত বুধবার এ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচারকদের বিচারে স্কুল পর্যায়ে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। কলেজ পর্যায়ে মহাজনহাট ফজলুর রহমান কলেজ প্রথম ও মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, ইসমত আরা ফেন্সি, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আফসার, মিরসরাইর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান।