‘জম্মুু-কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসবে ২০২১’

27

২০২১ সাল জম্মু ও কাশ্মীরের তরুণদের জন্য তথ্য এবং ডিজিটাল প্রযুক্তি খাত থেকে শুরু করে কৃষিক্ষেত্র, উদ্যান ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিশাল কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসবে। ভারতের সংবাদ সংস্থা ইউনি বার্তাকে একথা বলেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চলের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষা, প্রশিক্ষণ এবং ঋণের সুবিধাদি ও ব্যবসার নীতি সমন্বয়ের মাধ্যমে ‘মিশন ইয়ুথ’ শুরু করা হয়েছে। এতে মুম্বাই স্টক এক্সচেঞ্জসহ ভারতের বড় বড় করপোরেট হাউসগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে। সিনহা বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে একীভূত করে ‘মিশন ইয়ুথ’ শুরু করা হয়েছে। এতে দেশের বড় বড় ব্যবসায়ীরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। জম্মু ও কাশ্মীর বিশ্বের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে প্রতিটি নাগরিককে স্বাস্থ্য প্রকল্পের আওতায় পাঁচ লাখ রুপির স্বাস্থ্য বিমা দেওয়া হয়েছে।