জমিয়তুল ফালাহ্ কমপ্লেক্সে যৌতুক ও মাদকবিরোধী সমাবেশের প্রস্তুতি

18

আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর আয়োজনে আগামী ৬ মার্চ জমিয়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্সে ১২তম যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ৩ মার্চ আন্জুমানের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ, গুণীজন সংবর্ধনা এবং বর্ণাঢ্য র‌্যালি প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী।
এসময় উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মুহাম্মদ ফোরকান রেজা, যুগ্ম আহবায়ক মুহাম্মদ মিয়া জুনায়েদ, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, এ.জে.এম হোসাইন, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ওসমান গনি জাহাঙ্গীর, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ ফরিদুল আলম, হাফেজ মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ আইয়ুব তাহেরী, মাওলানা মুহাম্মদ সালামত রেজা, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ ইমাম হোসেন, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ মিনহাজ নূরী, মুহাম্মদ রুহুল আমিন, মুহাম্মদ বরাত প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, যৌতুক দেয়া-নেয়া ইসলামের দৃষ্টিতে হারাম, জঘন্য পাপ এবং এটি সামাজিক বড় ব্যাধি ও দুষ্ট ক্ষত। তা দেশবাসীকে জানানো, যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা, যৌতুককে ঘৃণা করতে শেখানোই প্রতিবছর যৌতুক ও মাদকবিরোধী এ মহাসমাবেশ আয়োজনের মূল লক্ষ্য। পরবর্তীতে মাদকের বিস্তারে দেশের যুব সমাজ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে যাচ্ছিল তখন যৌতুকের পাশাপাশি মাদকবিরোধী আন্দোলনও আমরা শুরু করি। এবছর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের একাধিক সাংসদ, জেলা প্রশাসকসহ বিশিষ্ট পদস্থ ব্যক্তিবর্গ, বিশিষ্ট আলেম, উলামা মাশায়েখ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও গবেষকরা যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশে অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। বৃহত্তর চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলা উপজেলা থেকেও মহাসমাবেশে বিপুল মানুষের অংশগ্রহণ ঘটবে।
আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মজিআ) ৬ মার্চ মহাসমাবেশে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি