জমা হয়ে আছে অনেক স্মৃতি

9

আহমেদ ইকবাল হায়দার

এই মুহূর্তে অপ্রত্যাশিত একটি মৃত্যু- ড. ইনামুল হকের চিরপ্রস্থান। ভালোবাসার মানুষগুলো একে একে চলে যাচ্ছে। আমরা
নিঃসঙ্গ হয়ে যাচ্ছি। তিনি সহজ-সরল মনের মানুষ ছিলেন। কোনও অহমিকা ছিলো না। এমন প্রবীণ নাট্যজনকে হারিয়ে আমি শোকাহত। ঢাকা-চট্টগ্রামে প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর অনেক স্মৃতি জমা হয়ে আছে। তিনি বলতেন, ‘পরিবার-সমাজ নিয়েই মানুষের জীবন। আর নাটকের গল্প যদি তা নিয়ে হয় তবে দর্শক গ্রহণ করে। কারণ সেখানে তার কথা, তার পরিবারের কথা বলা হচ্ছে। সবকিছু জীবনের সঙ্গে মিলে যায়।’ তিনিও মিলে গিয়েছিলেন সাংস্কৃতিক জগতের সবার সঙ্গে।