জমাটবদ্ধ পানি বাড়ির ছাদে

3

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার নগরীতে অভিযান চালিয়ে বাড়ির ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাটবদ্ধ পানি পাওয়ায় ভবন মালিককে ৮৬ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর সুগন্ধা আবাসিক এলাকার বিভিন্ন ভবনের ছাদবাগান ও জামালখান রোডের বিভিন্ন ভবনে ডেঙ্গু রোগ প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার বংশ বিস্তার রোধে অভিযান পরিচালনা করেন। এ সময় সুগন্ধা আবাসিক এলাকার তিনটি বাড়ির ছাদবাগানে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ২৫ হাজার টাকা ও জামালখান সানমান স্প্রিং গার্ডেনের বেইসমেন্ট ফ্লোরে এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচারিত অপর অভিযানে নন্দনকানন ২নং গলি এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদবাগান পরিদর্শন করা হয়। এ সময় ছয়টি বাড়ির ছাদবাগানের টপে এডিস মশার বংশ বিস্তারে সহায়ক জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।